তৃণমূলের পর আজকে বিজেপির মিছিলে শোনা গেল "গোলি মারো" স্লোগান, বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 7:42 p.m.

আজকে হুগলির চন্দননগরে তালডাংরা মোড় থেকে মানকুন্ডু সার্কাস মাঠ পর্যন্ত পথসভা করেছে গেরুয়া শিবির

গতকাল খাস কলকাতায় তৃণমূলের মিছিলে "গোলি মারো" স্লোগান নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল। তারপর আবার আজ অর্থাৎ মঙ্গলবার ফের বিজেপির মিছিলে বিতর্কিত স্লোগান শোনা গেল। আজকে হুগলির চন্দননগরে তালডাংরা মোড় থেকে মানকুন্ডু সার্কাস মাঠ পর্যন্ত পথসভা করেছে গেরুয়া শিবির। সেই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত প্রমুখরা। তবে পথসভা চলাকালীন হঠাতই বিতর্কিত স্লোগান "গোলি মারো" রব শোনা যায়। পরে দলীয় সূত্রে জানা গিয়েছে, ট্যাবলোর পিছনে বিজেপির মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুরেশ। সে হঠাৎ করেই এই শ্লোগান তোলে। স্লোগানটি শীর্ষ বিজেপি নেতারা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বন্ধ করার আদেশ দেয়। এই ঘটনায় সুরেশ সাফাই দিয়ে বলেছে, "আসলে দেশে অনুপ্রবেশ ঘটে বা আতঙ্কবাদী হামলা চললে সেনারা যেভাবে প্রতিবাদ করে সেটিকে তুলে ধরতেই আমরা এই স্লোগান ব্যবহার করেছি।"

অন্যদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার টালিগঞ্জ থেকে রাসবিহারী মোড় অব্দি তৃণমূল মিছিল করে। সেই মিছিলে তারা স্লোগান তোলে, "বঙ্গাল কে গদ্দারো কো গোলি মারো"। এই স্লোগান ঘিরে বঙ্গ রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, "সারা রাজ্যে পাড়ায় পাড়ায় শাসকদল গুলি ও বোমের কারখানা তৈরি করছে। আসলে তৃণমূলের সংস্কৃতি হল গুলি ও বোমার সংস্কৃতি।" এছাড়া আজ পরিস্থিতি সামলাতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, "এই অশালীন ভাষা বিজেপি কখনো সমর্থন করে না। তৃণমূলের গোলি মারো ও বিজেপি স্লোগানের মধ্যে বিস্তর ফারাক আছে।" তবে যে নেতা যায় সাফাই দিক না কেন আজকের বিজেপির মিছিলে গোলি মারো স্লোগান ওঠায় তীব্র অস্বস্তিতে আছে গেরুয়া শিবির।