কর্মসূচির পরেই আদিবাসী গ্রামে তরকারি রাঁধলেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/12/2020   শেষ আপডেট: 30/12/2020 10:09 p.m.
খুন্তি হাতে রান্না করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূমের বল্লভপুরডাঙা গ্রামের একটি চায়ের দোকানে। -twitter

চায়ের সাথে শুনলেন মহিলাদের অভাব অভিযোগ

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। মসনদে বসার লড়াইয়ে পিছিয়ে নেই কেউই। তার মধ্যেই প্রচারে বেরিয়ে রাজ্যবাসীর কাছে একগুচ্ছ কর্মসূচি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূম জেলা সফরে গিয়ে ফেরার ঠিক আগে শান্তিনিকেতনের বল্লভপুরে আদিবাসী গ্রামে গিয়ে, তিনি কথা বললেন আদিবাসী মহিলাদের সঙ্গে। শুনলেন অভাব-অভিযোগ, বোঝালেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সুযোগ-সুবিধার কথা।

এরপরেই কথা বলতে বলতে এলাকার একটি খাবারের দোকানে ঢুকে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই সেখানে চলছিল রান্নার কাজ, একেবারে ঘরের মেয়ের মতো ওই দোকানে খুন্তিও নাড়তে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকেও। সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়, মুখ্যমন্ত্রীকে দেখার জন্যও।

ওই দোকান থেকে এক গ্লাস চাও খান মুখ্যমন্ত্রী। সে কথা জানিয়ে দোকারদার এদিন সংবাদমাধ্যমকে বলেন, "চা খেয়ে তিনি একটি ৫০০ টাকার নোট দিয়েছিলেন। আমি অবাক হয়ে যাই। আমি তাঁকে জানালাম যে চায়ের দাম তো এত নয়। তিনি তখন ওই টাকা দিয়ে মিষ্টি খাওয়ার কথা বলেন।"