পিকনিক করতে গিয়ে দুর্ঘটনা, আহত ১৫, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৪

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/01/2022   শেষ আপডেট: 01/01/2022 7:41 p.m.
বাইক দুর্ঘটনা Pixabay

বেশিরভাগ পর্যটকই মাথায়, মুখে, হাতে এবং পায়ে চোট পেয়েছেন

বর্ষবরণের আমেজে সকলেই। নতুন বছরের উৎসবে গা ভাসিয়েছে বাঙালি। পিকনিক স্পট থেকে পর্যটন কেন্দ্র, সকাল থেকে ঢল নেমেছে মানুষের। আর তাতেই বিপত্তি। নিউ ইয়ার উপলক্ষ্যে পিকনিকে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক ভর্তি একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার দয়রামপুরের কাছে বিজয়গঞ্জ কুলপি রোড। আহত ১৫, যার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রের খবর, আহত সকলেই দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মাধবপুর এলাকার বাসিন্দা। পয়লা জানুয়ারি উপলক্ষ্যে তারা (মোট ২২ জন) সকলেই হুগলি নদীর তীরে পিকনিক করতে যাচ্ছিলেন। খবর, পর্যটকদের গাড়ির চালকের কোনও দোষ নেই। ডায়মন্ড হারবারের কুলপি রোডের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সামনে চলে আসে একটি বাইক। ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে পর্যটকদের গাড়ি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। এতেই ছিটকে রাস্তায় পড়ে যান বেশ কয়েকজন পর্যটক।