পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ আজ? জোড়া বৈঠক তৃণমূলের অন্দরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/07/2022   শেষ আপডেট: 28/07/2022 1:23 p.m.
https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial

বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হতেই সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর এহেন কীর্তিতে বিড়ম্বনায় তৃণমূল (TMC)। দাবি উঠেছে, মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায়কে। এমন আবহে আজ, বৃহস্পতিবার দুপুর তিনটের সময় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্র মারফত খবর, পার্থ চট্টোপাধ্যায়কে মহাসচিব পদে বহাল রাখা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে।

তবে এই একই দিনে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাজির থাকবেন কমিটির সদস্য সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। হাজির থাকতে বলা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও।