বাম-কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ৬৫-৭০টি আসন দাবি করল আব্বাস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/02/2021   শেষ আপডেট: 15/02/2021 8:18 a.m.
বিমান বসু, আব্বাস সিদ্দিকী, অধীর চৌধুরী

সেক্যুলার ফ্রন্ট আগে ৪৪ টি আসনের দাবি করেছিল, কিন্তু তাতেই সায় মেলেনি বামেদের

আসন্ন বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ ভাবে লড়বে বাম ও কংগ্রেস। তবে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সেক্যুলার ফ্রন্ট বাংলার বুকে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করায় ভোট ভাগাভাগি রুখতে জোটে তাদেরও সঙ্গী করতে চেয়েছে বামেরা। তবে কংগ্রেস এখনো পর্যন্ত সেক্যুলার ফ্রন্টকে জোটসঙ্গী করার ব্যপারে কিছুই মতপ্রকাশ করেনি। অন্যদিকে বামেরা স্পষ্ট জানিয়েছে কংগ্রেসের সাথে তাদের জোট সম্পর্ক কোনোভাবে যেন বিনষ্ট না হয় তাই দু-পক্ষের একসাথে বসে আলোচনা ও প্রকাশিত মতকে সমান গুরুত্ব দেওয়া হবে। তবে এখনো বাম-কংগ্রেসের মধ্যেই আসন বাটোয়ারা সম্পন্ন হয়নি, এরই মাঝে দু পক্ষেরই চাপ বাড়ালো সেক্যুলার ফ্রন্টের নতুন দাবি।

এখনও পর্যন্ত ১৯৩ টি আসনের রফা চূড়ান্ত করেছে বামফ্রন্ট ও কংগ্রেস। এর মধ্যে ১০১ টি আসনে বামেরা ও ৯২ টি আসনে কংগ্রেস প্রতিনিধিত্ব করবে বলেই জানা গেছে। এর আগে আব্বাস ৪৪ টি আসন চাইলেও সায় দেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর এবার বাড়তি সাহস দেখিয়ে সরাসরি ৬৫-৭০টি আসন দাবি করে বসলো আব্বাসরা। দু-পক্ষের সাথে বৈঠক হলেও মীমাংসা হয়নি কিছুই। তবে আব্বাসের ঘনিষ্ঠ মহলের খবর, আগামী ১৬-১৭ তারিখের মধ্যে সব মীমাংসা হয়ে যাবে এবং সব পক্ষের নেতারা একসাথেই তা ঘোষণা করবেন। তবে এই ৬৫-৭০টি আসন চাওয়ার কথা প্রকাশ্যে আনতে চাননি আব্বাস কারণ তার মতে জোটে কে কত আসন চাইছে, এগুলি প্রকাশ্যে আসা দলের নীতিবিরুদ্ধ। আগামী সপ্তাহেই সব স্পষ্ট করে জানানো হবে, মত স্যেকুলার ফ্রন্ট সুপ্রিমোর।