মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে বোমা মেরে খুন, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2021   শেষ আপডেট: 20/04/2021 9:14 a.m.

নামাজ পড়ে বেরোনোর পথেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ

বিধানসভা নির্বাচনকে ঘিরে ফের হিংসার বলি আরও এক দলীয় কর্মী। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কংগ্রেস কর্মীকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে হরিহরপাড়া থানার অন্তর্গত বিলধারীপাড়ার ঘোষালপুরে এই ঘটনাটি ঘটেছে। রাজনৈতিক সংঘাতের জেরে গতকাল রাতে ইঁটবৃষ্টি, গোলাগুলি ও বোমাবাজি চলতে থাকে অবাধে। বোমার আঘাতে গুরুতর জখম হলে ওই কংগ্রেস কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহত কংগ্রেস কর্মীর নাম আবুল কাশেম। এই ঘটনায় তার পুত্র নাসের সরাসরি তৃণমূলকেই দায়ী করে বলেন, "উনি নমাজ পড়ে বেরিয়ে আসছিলেন। সেই সময় তাঁর ওপর প্রথমে ইট, পরে বোমা মারা হয়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে।" যদিও এই দাবি নস্যাৎ করেছে শাসকদল।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৯ শে এপ্রিল শেষ অর্থাৎ অষ্টম দফায় ভোটগ্রহণ মুর্শিদাবাদের এই কেন্দ্রে। তার দশদিন আগেই এরূপ ঘটনায় স্বভাবতই আতঙ্কে এলাকাবাসী।