বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবসের দিনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ১,৪০০ নেতার, চাপে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/07/2021   শেষ আপডেট: 22/07/2021 6:23 a.m.
তৃণমূল-বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষনের পরেই চলে যোগদান পর্ব

তৃণমূলের শহীদ দিবস কর্মসূচির পাল্টা বিজেপির তরফ থেকে শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই শহীদ শ্রদ্ধাঞ্জলি দিনেই ছন্দপতন। এই দিনেই বর্ধমান এ বিজেপি শিবিরে বড়োসড়ো ভাঙ্গন ধরাল শাসক দল। প্রায় চৌদ্দশ বিজেপি কর্মী সমর্থক একসাথে যোগ দিলেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষনের পর বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মী সমর্থকরা একযোগে তৃণমূলে যোগদান করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এইবারের যোগদান পর্বে অধিকাংশ ছিলেন মহিলা, যা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে অত্যন্ত দৃষ্টিকটু।

জামালপুরের বিধায়ক অলোক মাঝি তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান এবং ব্লক তৃণমূল যুব সভাপতি ভূতনাথ মালিক। যদিও এই যোগদান প্রসঙ্গে জামালপুরের বিজেপি আহ্বয়ক বলেছেন, "ইচ্ছা করে কেউ বিজেপি ছাড়েনি কিংবা ছাড়ছেও না। তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেতে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের দিকে ঝুঁকছেন।" যদিও বিজেপি নেতার এই দাবি সম্পূর্ণ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতারা। তারা বলছেন, "বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের কথায় অনেকে প্রভাবিত হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে বর্তমানে বিজেপি নেতারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ব্যস্ত। এই পরিস্থিতিতে সাধারণ কর্মীদের দিকে দেখার সময় সুযোগ হচ্ছে না তাদের। এই কারণেই সেই সমস্ত কর্মীরা আবার বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে আসছেন।"