আগরতলাকে 'নবরত্ন' পাওয়ার সুযোগ দিচ্ছে তৃণমূল! লক্ষ্য পুরভোট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2021   শেষ আপডেট: 16/11/2021 5:09 p.m.
instagram.com/mamataofficial

ঘাসফুলের জন্ম দিতে, উন্নতমানের 'সার' আগরতলার জন্য 'নবরত্ন'

আগরতলার ময়দানে ঘাসফুলের জন্ম দিতে মরিয়া তৃণমূল। এবার তৃণমূলের সার "আগরতলার জন্য নবরত্ন"। হাতে বাকি আর ন’দিন, তারপরেই আগরতলায় পুরভোট। আর তার আগেই প্রকাশ্যে এল নির্বাচনী ইস্তাহার। যার প্রথমেই রয়েছে, 'উন্নত নগর, উন্নত সমাজ'।

একে একে দেখুন 'আগরতলার জন্য নবরত্ন'

  • নাগরিকদের সুরক্ষার্থে রাস্তায় দেওয়া হবে উজ্জ্বল বাতি। থাকবে সিসিটিভির নজরদারি। টহলদারি ভ্যান এবং পিঙ্ক ট্যাক্সি (মেয়েদের নিরাপত্তার জন্য)।

  • বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত নিকাশি ব্যবস্থা।

  • নাগরিকদের অভিযোগ জানাতে হলে, খোলা থাকবে চব্বিশ ঘণ্টার জন্য ট্রোল ফি নম্বর।

  • জলের উপর থেকে সরবে কর।

  • শহরের ৪টি প্রধান জায়গায় বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা, সহজলভ্য বায়ো-টয়লেট, বাজার এবং পার্কের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং শ্মশান ঘাটের উন্নয়ণে ১০ কোটি টাকা বিনিয়োগ।

  • ওয়াটার এটিএম তৈরি করে বিনামূল্যে পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

  • হকারদের জন্য শংসাপত্র এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি।

  • পৌরসভার কর্মীদের জন্য উন্নত কাজের পরিবেশ।

  • ডেঙ্গি ও ম্যালেরিয়া রোধে আচ্ছাদিত নর্দমা।