লাভজনক সরকারি সংস্থা বিক্রির বিরোধিতা, লোকসভায় তৃণমূলের চেনা সুরেই বিজেপিকে কটাক্ষ নুসরতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/12/2021   শেষ আপডেট: 03/12/2021 5:18 p.m.
নুসরাত জাহান ও নরেন্দ্র মোদী _

তৃণমূল সাংসদ নুসরত জাহান আজকের বক্তব্যে ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করেছেন

লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ নিয়ে এবারে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। একাধিকবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল তৃণমূল কংগ্রেস। বারংবার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা এবং বিধানসভায় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতা করে বেশ কিছু মন্তব্য করা হয়েছিল। এর আগে নুসরত জাহান নিজেও কেন্দ্রীয় সরকারের এই সমস্ত সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এবারে একেবারে লোকসভায় নিজের বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান এই সমস্ত মন্তব্য করলেন।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে নুসরত জাহান বললেন, প্রধানমন্ত্রী সংসদে এ ধরনের বিবৃতি রাখতে পারেন না কেন? লাভজনক রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি বিদেশি সংস্থার হাতে তুলে দিয়ে কেন্দ্রীয় সরকার ভুল পথে চলতে শুরু করেছে। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এবং সেলের মত সংস্থাগুলিকে বেসরকারিকরণের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, আমজনতার আর্থিক উন্নতি করার কারণেই একাধিক পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বারংবার বিজেপিকে কটাক্ষ করে এসেছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে। বারবার বিজেপিকে বিধতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেশের আর্থিক পরিস্থিতিকে আরও দুর্বল করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় দলের মন্তব্যই রীতিমতো একই সুরে আওড়ে দিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। নুসরত বললেন, "লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির শেয়ার বিক্রির মাধ্যমে সরকার এখন কোষাগার ভর্তি করতে চাইছে। কিন্তু এই সমস্ত লাভজনক সংস্থার উপরে কেন কোপ দেওয়া হচ্ছে?যদি বেসরকারিকরণের পথে হাঁটতে হয় তবে রুগ্ন সংস্থাগুলিকে বিক্রি করে তারপর তাদের পুনরুজ্জীবন করানোর চেষ্টা করা হোক। সরকারের কাছে আমার অনুরোধ পিপিপি মডেলে যে সমস্ত অলাভজনক সংস্থাগুলি রয়েছে সেগুলি বিক্রি করার ব্যবস্থা করা হোক। আমার দল বরাবর লাভজনক সংস্থা বিক্রি করার বিরোধিতা করে এসেছে। আর আমিও একই কথা আরো একবার বললাম। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে আমার অনুরোধ, এই মর্মে লোক সভা কক্ষে এসে সবার প্রশ্নের উত্তর দিন। সকলে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। যারা এই সমস্ত সংস্থায় চাকরি করতেন তারা সবাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে নিজের চাকরি নিয়ে। তাই কেন্দ্রীয় সরকার যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের অবস্থান স্পষ্ট করুক।"