মাসিক ১৫০০ টাকা দিলেই পাবেন ৩৫ লাখ টাকা, জেনে নিন পোস্ট অফিসের নতুন স্কিম সম্বন্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2021   শেষ আপডেট: 05/11/2021 6:01 p.m.

পোস্ট অফিসের স্কিমের নাম গ্রাম সুরক্ষা স্কিম

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। স্কিমের নাম গ্রাম সুরক্ষা স্কিম। এতে মাসিক ১৫০০ টাকা বিনিয়োগ করে আপনি এককালীন ৩৫ লাখ টাকা অব্দি রিটার্ন পেতে পারেন। এই পোস্ট অফিসের স্কিম সম্বন্ধে জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গ্রাম সুরক্ষা স্কিমের নিয়মাবলী:

১) ১৯ বছর থেকে ৫৫ বছর বয়স্ক যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন।

২) এই স্কিমের অধীনে বীমার অর্থ ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা অব্দি হতে পারে।

৩) গ্রাহকরা এই যোজনাতে মাসিক, ত্রৈমাসিক, অর্থবর্ষ ও বার্ষিক স্কিমে টাকা জমা দিতে পারবেন।

৪) প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয় বিনিয়োগকারীকে।

৫) কোনো কারনে পলিসি বন্ধ হয়ে গেলে পুরনো প্রিমিয়াম দিয়ে ফের পলিসি শুরু করতে পারবেন গ্রাহকরা।

৬) আমানতকারী নিজে বেঁচে থাকলে সেই অর্থ পাবেন। অন্যথায় আমানতকারীর আইনি উত্তরাধিকারি বা নমিনী বোনাসসহ অর্থ পাবেন।

১৫০০ টাকা দিয়ে কি করে পাবেন ৩৫ লাখ টাকা?

কোনো ব্যক্তি যদি ১৯ বছর বয়সে গ্রাম সুরক্ষা যোজনায় বিনিয়োগ করা শুরু করেন, তবে ৫৫ বছরের জন্য তাঁর মাসিক প্রিমিয়াম হবে ১৫১৫ টাকা। সেই হিসেবে ৫৮ বছর ও ৬০ বছরের ক্ষেত্রে মাসিক প্রিমিয়াম হবে যথাক্রমে ১৪৬৩ টাকা ও ১৪১১ টাকা। সুতরাং ওই পলিসি হোল্ডার ৫৫ বছরে পাবেন ৩১.৬০ লাখ টাকা। ৫৮ বছরে তিনি পাবেন ৩৩.৪০ লাখ টাকা। এছাড়া সর্বশেষ ৬০ বছরের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ হলে পলিসি হোল্ডার পাবেন ৩৪.৬০ লাখ টাকা।