টিকা নেই, অথচ কলারটোনে রমরমা, কেন্দ্রকে তিরস্কার দিল্লি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2021   শেষ আপডেট: 14/05/2021 12:33 p.m.
দিল্লি হাইকোর্ট delhihighcourt.nic.in

দিল্লি হাইকোর্টের নিশানায় কেন্দ্র সরকার

ফের আদালতে ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় সরকার। মাদ্রাজ হাইকোর্টের পর এবার ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লির বেঞ্চ কেন্দ্র সরকারের তীব্র তিরস্কার করেছে।

করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন দেশ। অক্সিজেন সংকট, হাসপাতালে বেড সংকট, ওষুধ সংকটে জেরবার গোটা দেশ। ভ্যাকসিনের আকালের যথাযথভাবে টিকাকরণ সম্ভব হচ্ছে না অথচ কেন্দ্র সরকার অনবরত কানের পাশে ফোনের ডায়ালটোনে প্রতিষেধক নেওয়ার বার্তা দিয়ে চলেছে। আদালত কেন্দ্রের উদ্দেশ্যে বলেছে, "যখনই কল করা হচ্ছে, আপনারা অনবরত বিরক্তিকর বার্তা শুনিয়ে যাচ্ছেন। অথচ প্রতিষেধক নেই! টিকার যোগান অপ্রতুল, অথচ লোককে বলছেন টিকা নিতে! দশ বছর ধরে একই বার্তা শুনিয়ে যাবেন নাকি?"

বর্তমানে সমালোচনার ঝড়ে কেন্দ্র সরকার পর্যুদস্ত। ইতিমধ্যেই 'মোদী ইমেজ' ফেরাতে তৎপর হয়েছে বিজেপি সরকার। অথচ কোনোভাবেই মানুষের সমালোচনা থামানো যাচ্ছে না। বিরোধীপক্ষের পাশাপাশি নিজের দলের সমর্থকদের গলায়ও বিদ্রোহের আঁচ। গতকাল 'মোদী ভক্ত' অনুপম খেরের গলায়ও অনুযোগের সুর স্পষ্ট। এদিকে রাহুল গান্ধী তো কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেনঅনবরত। "দেশে ভ্যাকসিন, অক্সিজেনের মতো প্রধানমন্ত্রীওকে খুঁজে পাওয়া যাচ্ছে না" বলে কটাক্ষ করেছেন তিনি। এমন অবস্থায় দিল্লি হাইকোর্টের ভর্ৎসনায় বাড়তি চাপে সরকার বলছে ওয়াকিবহাল মহল।