প্রতীক্ষার অবসান! ছাড়পত্র পেল সিঙ্গল ডোজের জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/08/2021   শেষ আপডেট: 07/08/2021 4:56 p.m.

এখন দেশের কাছে জরুরি অবস্থায় ব্যবহারের জন্য মোট পাঁচটি ভ্যাকসিন রয়েছে

অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতে এবার ছাড়পত্র পেল মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। খবর, জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহার করা হবে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। এই প্রথম, ভারতে কোনও সিঙ্গল ডোজ ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দেওয়া হল। এদিন এই বিষয়ে টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, "ভারত নিজের ভ্যাকসিনের সংখ্যা বাড়াচ্ছে। এবার থেকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভারতে এই সিঙ্গল ভোজ কোভিড টিকাটি ব্যবহার করা যাবে। এখন দেশের কাছে জরুরি অবস্থায় ব্যবহারের জন্য মোট পাঁচটি ভ্যাকসিন রয়েছে। এতে করোনা মোকাবিলায় ভারতের হাত আরও শক্তিশালী হল।"

প্রসঙ্গত, মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসন গত ৫ আগস্ট সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল। তবে সিঙ্গল ডোজ ভ্যাকসিন মূলত এই প্রথম ছাড়পত্র পেল ভারতে। এর আগে দুই ডোজের কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেয়েছে। এবার অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। ফলে দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হল আরও একটি ভ্যাকসিন।