ধর্মের অচলায়তন ভেঙে মহিলা ও অ-ব্রাহ্মণদের পুরোহিত করার পথে তামিলনাড়ু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 5:42 p.m.
twitter.com/Chandanphoto/

তামিল সরকার ৪৭টি মন্দিরে বোর্ড গঠন করতে চাইছে, যার মাধ্যমে চলবে নিয়োগ প্রক্রিয়া

ধর্ম ও কুসংস্কারের অচলায়তন ভেঙে প্রগতিশীল পদক্ষেপের পথে এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার। ধর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার এক বড়ো পদক্ষেপ তামিলনাড়ু সরকারের। তামিলনাড়ুর মন্ত্রী পিকে সেখরবাবু প্রস্তাব করেছেন, যাতে মন্দিরের পুরোহিত হিসেবে মহিলাদের নিয়োগ করা যেতে পারে। তার জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, হিন্দু ধর্ম এবং দাতব্য এনডোমেন্টস মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পিকে সেখরবাবু বলেন, "যে মহিলারা পুরোহিত হতে ইচ্ছুক, তাদের আমরা প্রশিক্ষণ দেব। এই বিষয়ে আমরা প্রস্তাব পাঠাব মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কাছে। মন্দিরে পুরোহিত হতে চেয়ে অনেক মহিলারা আবেদন পাঠিয়েছেন। তাছাড়া সংস্কৃতের পাশাপাশি যাতে তামিলেও পুজোর মন্ত্র উচ্চারিত হয়, তাও নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।"