বাস্তবের 'নায়ক' সৃষ্টি হলেন এক দিনের মুখ্যমন্ত্রী !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/01/2021   শেষ আপডেট: 24/01/2021 11:56 a.m.
সৃষ্টি গোস্বামী ও ত্রিবেন্দ্র সিং রাওয়াত

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের চেয়ারে কে এই উনিশ বছরের তরুণী?

আজ, রবিবার, ২৪ শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। না জেনে থাকলেও বা স্মরণে না থাকলেও এখন থেকে আর ভুলবেন না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিনটির মাহাত্ম্য সকল স্তরে পৌঁছে দিতে এক দিনের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন সেরাজ্যেরই এক বছর উনিশের তরুণী ছাত্রী। উত্তরাখণ্ডের রাজ্য বিজেপির এই অভিনব কর্মসূচিতে সরকারি সিদ্ধান্তকে অভিবাদন জানান হচ্ছে দেশজুড়ে।

কিন্তু কে এই উনিশ বছরের তরুণী? হরিদ্বারের দৌলতপুরের বাসিন্দা সৃষ্টি গোস্বামী নামে ওই তরুণী বিজ্ঞানে স্নাতক স্তরের ছাত্রী। বাবা পেশায় দোকানদার ও মা অঙ্গনওয়াড়ি কর্মী। গত ২০১৮ সালে উত্তরাখণ্ডের বাল বিধানসভার মুখ্যমন্ত্রী পদাধিকারী হন এবং এখনও সেই পদেই আসীন। ২০১৯ সালে গার্লস ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম থেকে থাইল্যান্ড যাওয়ারও সুযোগ পান। আজ দেরাদুনের চাইল্ড অ্যাসেম্বলিতেও যোগদান করবেন সৃষ্টি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের দ্বারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি যেমন, স্মার্ট সিটি প্রোজেক্ট, অটল আয়ুষ্মান প্রোজেক্ট প্রভৃতি কতটা বাস্তবায়িত হয়েছে রাজ্যে তাও গ্রীষ্ম-রাজধানী গেয়ারসেন থেকে মূল্যায়ণ করবেন সৃষ্টি। আর এমন পদে বসে কি বললেন সৃষ্টি স্বয়ং? স্বভাবতই অত্যন্ত খুশির সাথে জানান দেশের তরুণ সমাজও প্রশাসনের হয়ে নিদারুণ কাজ করতে পারে, আর তার প্রমাণ দিতেই প্রস্তুত নিজেও। এ প্রসঙ্গে অনেকেই আবার অনিল কাপুরের 'নায়ক' সিনেমার তুলনা টানতে বাদ রাখেননি।