মর্মান্তিক ! বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/03/2021   শেষ আপডেট: 23/03/2021 11:18 a.m.

নিহতদের মধ্যে আট জন অঙ্গনওয়াড়ি কর্মী সহ ১২ জনই মহিলা

আরও এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। আজ সকাল সাতটা নাগাদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বাসের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১৩ জন যাত্রী। নিহত তেরো জনের মধ্যে বারো জনই মহিলা এবং তাদের মধ্যে আট জন ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী যাঁরা রান্নার কাজ করতেন। অটোর চালক সহ সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, পুলিশ সূত্রে খবর।

ঠিক কী হয়েছিল আজ সকালে? গোয়ালিয়রের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত সাংহির মতানুযায়ী, সকাল সাতটা নাগাদ ওল্ড চাওনি অঞ্চলে মুখোমুখি ধাক্কা লাগে ওই বাস ও অটোটির। রান্নার কাজ সেরে ওই অটোয় করে ফিরছিলেন আট জন অঙ্গনওয়াড়ি কর্মী। বাসটিই তীব্র গতিতে ছুটে এসে অটোয় ধাক্কা মেরে ভয়াবহ বিপদ ঘটায় বলে জানান তিনি এবং অটোর চালক সহ সমস্ত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

এই ভয়াবহ ঘটনায় শোকাহত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। আহতরা পাবেন পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ।