ভারতেও ঢুকে পড়লো করোনার নয়া স্ট্রেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/12/2020   শেষ আপডেট: 29/12/2020 11:04 a.m.
করোনা ভাইরাস unsplash @cdc

ব্রিটেন ফেরত ৬ আক্রান্তের হদিশ

ব্রিটেন সহ ইউরোপের আটটি দেশ ও আফ্রিকাতেও করোনার নয়া স্ট্রেন‌ ধরা পড়ে কিছুদিন আগেই। আগের চেয়েও ৭০ শতাংশ বেশি সংক্রামক করোনা এবার ছ'জন ব্রিটেনফেরতের হাত ধরে প্রবেশ করল ভারতেও, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে।

ভারতের জেনোমিক্স কনসর্টিয়াম ল্যাবের প্রাথমিক পরীক্ষায় এই নতুন ধরনের ভাইরাসের উপস্থিতি ঘিরে আতঙ্কে গোটা দেশ। এদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর এনআইএমএইচএএনএস, দু'জন হায়দরাবাদের সিসিএমবি এবং একজন রয়েছেন পুণের এনআইভিতে। ওই সমস্ত রাজ্যের করোনা কেন্দ্রেই পৃথক করে রাখা হয়েছে তাদের এবং সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আলাদা রাখা হয়েছে। লন্ডনের স্কুল অব হাইজিন ও ট্রপিকাল মেডিসিন গবেষণা সূত্রে এই অতি সংক্রামক ভাইরাসে আগামী বছর এর থেকেও বেশী প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। আপাতত ভারতে ভিন্ন প্রজাতির সাথে জেনোম সিকোয়েন্সিঙের কাজ চলছে।