রাজ্যে রাজ্যে শক্তি কমছে বিজেপির, রাজ্যসভায় চরম সমস্যার মুখোমুখি গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/05/2021   শেষ আপডেট: 23/05/2021 8:44 p.m.

চিন্তার ভাঁজ হাইকমান্ডের কপালে

লোকসভায় বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা এখনো পর্যন্ত বিজেপির কাছে একটি স্বপ্নই রয়ে গেছে। এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে আগামী আর কিছু বছরের মধ্যে রাজ্যসভাতে বিজেপি খুব একটা সুবিধা কিছু করতে পারবে বলে মনে হচ্ছেনা। তার পাশাপাশি নিজেদের বর্তমান শক্তি ধরে রাখতেই হয়তো অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গেরুয়া শিবিরকে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যসভায় বিজেপি সবথেকে বড় ধাক্কা খেতে চলেছে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং ছত্রিশগড়ে। মেজরিটি মার্কের থেকে অনেকটা কম আসন সংখ্যা নিয়ে বর্তমানে রাজ্যসভায় অবস্থান করছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এআইএডিএমকে, জেডিইউএর মত জোটসঙ্গীরাও বিজেপির মতো নিজেদের আসন হারাবে। আগামী বছর আবার রাজ্যসভায় ৭১ জনের মেয়াদ শেষ হতে চলেছে। নতুন করে নিয়োজিত হবেন ৭১ জন।

ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং তার গতি প্রকৃতি পরিবর্তন করতে এই নতুন নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন। অন্ধ্রপ্রদেশে বিজেপির রাজ্যসভা সদস্যের সংখ্যা মাত্র ৪। কিন্তু তার মধ্যেও ৩টির আগামী বছর মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। এই তিনটি জায়গায় কিন্তু কোনোভাবেই জিততে পারবে না বিজেপি। একই অবস্থা রাজস্থানেও। সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কংগ্রেস। বিজেপি শিবির শুধুমাত্র অসম এবং হিমাচল প্রদেশ রাজ্যে কিছু পরিমাণ আসন বাড়াতে পারে। পাঞ্জাবের অবস্থা একেবারে তথৈবচ। তামিলনাড়ুতে বিজেপির জোটসঙ্গী এআইএডিএমকে তাদের আসন হারিয়েছে। গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উত্তর প্রদেশ। সেখানেও কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসন সংখ্যা অনেক কমেছে। তাই বলা যেতে পারে, যদি কোনরকম বড় কেনাবেচা না হয়, তাহলে কিন্তু রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যাবে আগামী বছর।