তৃতীয় ঢেউ আসার আগেই উদ্বেগের সুরে করোনার নয়া প্রজাতি 'ল্যামডা'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/07/2021   শেষ আপডেট: 08/07/2021 1:59 p.m.
pixabay

ইতিমধ্যেই বিশ্বের ৩০ টি দেশে ছড়িয়ে পড়েছে বলে সূত্রের খবর

বিজ্ঞানীদের কাছে করোনার ডেল্টা (Delta) কিংবা ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতি নিয়ে আশঙ্কা তো ছিলই। এবার বিশ্ব জুড়ে করোনার নতুন আতঙ্ক তৈরি হয়েছে ল্যামডা (Lambda) প্রজাতি নিয়ে। চিন্তা বাড়ছে টিকার প্রাচীর ভেঙে এই প্রজাতির ভাইরাস দ্রুত সংক্রমণের ক্ষমতা রাখায়। পেরুসহ দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশেই ইতিমধ্যেই এই প্রজাতির ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই তালিকায় ইংল্যান্ডও চলে এসেছে। একটি সূত্র বলছে, কমপক্ষে বিশ্বের ৩০ টি দেশে ইতিমধ্যেই এই প্রজাতির ভাইরাস ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য দফতর এমনই তথ্য দিয়েছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এই প্রজাতির ভাইরাস নিয়ে সতর্ক করেছে। এই ভাইরাসের সবচেয়ে বড় ক্ষমতা কোভিড টিকার প্রাচীর ভেঙে সহজেই দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে। একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, চিনের কোভিড টিকা করোভ্যাকের প্রাচীর সহজেই ভাঙতে পারছে এই ভাইরাস। ফলে অন্যান্য টিকার ক্ষেত্রেও এই ভাইরাস প্রতিরোধ তৈরি করতে পারবে না, তা জোর গলায় বলা যায় না। বিজ্ঞানীদের পরামর্শ একমাত্র আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে এই ভাইরাসকে রুখতে পারবে পৃথিবীর অন্যান্য দেশ। এখন দেখার বিষয় এই প্রজাতির ভাইরাস বিশ্বে কতটা মারাত্মক প্রভাব ফেলে!