জরুরী ভিত্তিতে ভারতে ব্যবহারে ছাড়পত্র পেল রাশিয়ান টিকা স্পুটনিক ভি, কার্যকারিতা ৯১.৬%

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/05/2021   শেষ আপডেট: 13/05/2021 8:27 p.m.
স্পুটনিক ভি twitter.com/sputnikvaccine

চলতি মাসের প্রথম দিন ভারতে দেড় লাখ স্পুটনিক ভি টিকা এসে পৌঁছেছে

দেশের ভয়াবহ করোনা (Corona) পরিস্থিতির মাঝে বিভিন্ন রাজ্যে জোরকদমে চলছে তৃতীয় পর্যায়ের টিকাকরন প্রক্রিয়া। তবে অতিরিক্ত চাহিদার কারণে ঘাটতি দেখা গিয়েছে টিকাতে। তাই এবার জরুরী ভিত্তিতে রাশিয়া (Russia) থেকে চলতি মাসের প্রথম দিনই আনা হয়েছিল স্পুটনিক ভি (Sputnik V) টিকা। প্রায় দেড় লাখ ডোজ ভ্যাকসিন আনা হয়। এবার সেই ভ্যাকসিন বাজারজাত হতে চলেছে আগামী সপ্তাহ থেকেই। টিকার ঘাটতি পূরণ করার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI জরুরি ভিত্তিতে স্পুটনিক ভি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের সাগর দত্ত মেডিকেল কলেজের ট্রায়াল হওয়ার কথা ছিল।

আজ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ভারত ৬০ তম দেশ হিসাবে এই রাশিয়ান স্পুটনিক ভি ব্যবহার করবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ১১ আগস্ট বিশ্বের করোনা টিকা হিসাবে অনুমোদন পেয়েছিল এই রাশিয়ান টিকা। ল্যানসেট মেডিকেল ম্যাগাজিনে প্রকাশ করা তথ্য অনুযায়ী এই টিকা রোগের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকারী। ইতিমধ্যেই ভারত ৭৫০ মিলিয়ন ডোজ টিকা কেনার চুক্তি করেছে।