প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় এখন বছরে ৩৬ হাজার টাকা! জানুন বিশদে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/06/2021   শেষ আপডেট: 08/06/2021 9:33 a.m.
Photo by Nandhu Kumar

যোজনায় রেজিস্টার্ড কৃষকরাই পাবেন বিশেষ সুবিধা

প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় এখন থেকে বার্ষিক ৩৬ হাজার টাকা প্রাপ্তির সুবিধা পাবেন রেজিস্টার্ড কৃষিজীবীরা। এই টাকা প্রতি মাসের কিস্তিতে ৩ হাজার টাকা করে বারো মাসের হিসাবে ধার্য হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিষাণ সন্মান নিধি যোজনায় রেজিস্টার্ড কৃষক ব্যক্তি একই সাথে কিষাণ মন-ধন যোজনা থেকেও সুবিধা পাবেন। এই প্রকল্পে ষাটোর্ধ্ব কৃষকরা যারা আগেই কিষাণ সন্মান নিধি যোজনায় অন্তর্ভুক্ত ছিলেন, তাদের পেনশনের ধাঁচে কিছু অর্থ প্রদান করা হবে।

কিষাণ সন্মান নিধি যোজনায় এখনও নাম রেজিস্টার্ড না থাকলে আর দেরি করবেননা। এতে নাম নথিভুক্ত থাকলে কিষাণ মন-ধন যোজনাতেও নথিভুক্ত হতে পারেন। এক্ষেত্রে কৃষকের আবাদি জমির পরিমাপ দুই হেক্টরের কম থাকা আবশ্যক। রেজিস্ট্রেশনের সময় এছাড়া আর কোনো অতিরিক্ত নথিপত্র দেখাতে হবেনা। সুবিধাপ্রাপ্তির ২০ বছর আগে থেকেই এই যোজনায় লগ্নি করে থাকতে হবে কৃষককে। ১৮ বছর থেকেই কৃষকদের মাসিক ৫৫ টাকা ,ত্রিশোর্ধ হলে প্রতি মাসে ১১০ টাকা এবং চল্লিশ পেরোলে মাসিক ২০০ টাকা দিতে হবে অবসরের পর এই পেনশন সুবিধা প্রাপ্তির জন্য।