আইন প্রত্যাহার না করা হলে দেশজুড়ে রেল অবরোধ!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/12/2020   শেষ আপডেট: 11/12/2020 3:51 a.m.
-twitter

কৃষক আন্দোলনের তীব্রতা বাড়ায় চাপে মোদী সরকার

দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের দ্বিতীয় সপ্তাহে পৌঁছে আন্দোলনের তীব্রতা বাড়ানোর কথা ভাবছে কৃষক সংগঠনের নেতারা। সরকারের সাথে একাধিকবার আলোচনায় বসেছেন তাঁরা। কিন্তু কিছুতেই সন্তুষ্ট নন প্রতিবাদীরা। তাঁদের দাবি, আলোচনায় সরকার একপ্রকার মেনে নিয়েছে কৃষি আইন চাষীদের পক্ষে ছিলো না। এই আইন আদতে বণিকদের হাতই শক্ত করছিলো।

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি আরও প্রকট করলেন আন্দোলনকারীরা। সরকার এই আইনগুলি সংশোধনের কথা বললেও তাতে সন্তুষ্ট নন চাষীরা। আইনগুলি সম্পূর্ণ প্রত্যাহার না করা হলে দেশজুড়ে রেল অবরোধের পথে যাওয়ার ইঙ্গিত দিলেন কৃষক নেতা বুটা সিং।

এখন আন্দোলনের তীব্রতা আরও বাড়লে চাপে বাড়বে সরকারের উপর। তাই আন্দোলনকারী কৃষকদের আবারও আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কৃষিমন্ত্রী বলেন, সরকার যখন আলোচনায় আগ্রহী তখন আন্দোলনের তীব্রতা বাড়ানো উচিৎ নয়। সরকারের দেওয়া প্রস্তাবগুলি তিনি আবারও ভেবে দেখার আর্জি জানান চাষীদের।