নিজেকে ভারতের ‘রাজা’ ভাবেন রাহুল গান্ধী : কিরেন রিজিজু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2022   শেষ আপডেট: 03/02/2022 4:11 p.m.
https://twitter.com/KirenRijiju

আগে ‘যুবরাজ’-এর মতো ব্যবহার করতেন রাহুল, কটাক্ষ কিরেন রিজিজুর

কংগ্রেস (congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিজেপিকে (BJP) নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী (law minister) কিরেন রিজিজু (Kiren Rijiju)। বৃহস্পতিবার রাহুলকে একহাত নিয়ে তিনি বলেন, আগে ‘যুবরাজ’-এর মতো ব্যবহার করতেন রাহুল আর এখন তিনি নিজেকে ভারতের ‘রাজা’ ভাবছেন।

উল্লেখ্য, বিজেপিকে কটাক্ষ করে লোকসভায় রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘কেন্দ্র সরকার দুটি ভারতবর্ষ তৈরি করেছে…একটি ধনীদের জন্য, অপরটি গরীবদের জন্য’। তিনি আরও অভিযোগ করেন, ভারতের জন্য কেন্দ্র সরকারের লক্ষ্য ‘আলাপ-আলোচনাকারী’র থেকে বেশি ‘ছড়ি ঘোরানো রাজার মতো’।

তার প্রত্যুত্তরে এদিন টুইট করে রিজিজু লেখেন, ‘দু’রকমের ভারতীয়রা হল - ১. উচ্চমানের জীবনযাপন করা মানুষ, যারা রেভ পার্টিতে অংশগ্রহন করে, বারবার বিদেশ ভ্রমনে যায় এবং রঙিন জীবন কাটায়। ২. মানুষ, যারা ভারতে সাধারণ জীবন কাটায়, মানুষের দরকারে সর্বক্ষণ পাশে থাকে, ভারতীয়দের মতো ভাবে এবং ভারতের ঐতিহ্যকে অনুসরণ করে’।