"ভারতে করোনা বিপর্যয়ের প্রধান কারণ প্রধানমন্ত্রীর নাটক", কটাক্ষ রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/05/2021   শেষ আপডেট: 28/05/2021 2:55 p.m.
নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী instagram.com/narendramodi, /rahulgandhi

টিকাকরন প্রক্রিয়া সুনির্দিষ্ট না হলে একের পর এক ঢেউ ভারতের বুকে আছড়ে পড়বে

করোনা ভাইরাসের (Corona Virus) দাপটে অতিষ্ঠ গোটা দেশ। এই মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো ধরাশায়ী গোটা দেশবাসী। দিনের পর দিন এই রোগের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে দেশের ফ্রন্টলাইন যোদ্ধারা। তবে এর মধ্যেই আশঙ্কা সৃষ্টি হয়েছে যে তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি আজ এসে পড়বে ভারতের বুকে। এই প্রসঙ্গে আজ অর্থাৎ শুক্রবার কংগ্রেস প্রাক্তন প্রেসিডেন্ট রাহুল গান্ধী (Rahul Gandhi) সরাসরি জানিয়েছেন যে ভারতে একের পর এক ঢেউ আসতে থাকবে যতদিন না অব্দি ভারতের সরকার টিকাকরন প্রক্রিয়া সুসংগঠিত ও সুনির্দিষ্ট করতে পারে। তিনি একটি ভার্চুয়াল প্রেস মিটিংয়ে বলেছেন, "দেশজুড়ে লকডাউন করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে। মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহার করা বা লকডাউন করোনা নিরাময়ের অস্থায়ী উপায়। গোটা দেশের মানুষকে যত দ্রুত সম্ভব টিকা দিয়ে দেশ থেকে এই ভাইরাসকে তাড়িয়ে দিতে হবে।"

এছাড়াও রাহুল গান্ধী আজ জানিয়েছেন, "ভারত সরকার যতদিন না টিকাকরণ নীতি সুনির্দিষ্ট করতে পারবে ততদিনে করোনা ভাইরাস মিউটেশন করে নেবে। এর ফলে একের পর এক তৃতীয়, চতুর্থ ইত্যাদি ঢেউ আসতেই থাকবে। ভারতে মাত্র ৩ শতাংশের টিকাকরণ হয়েছে। সরকারকে খুব শীঘ্রই বাকি ৯৭ শতাংশের টিকাকরণ করাতে হবে।" এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে গলায় সুর তুলে তিনি বলেছেন, "ভারতের করোনায় এমন বিধ্বস্ত অবস্থায় প্রধান কারণ হল প্রধানমন্ত্রীর নাটক। তিনি এখনও করোনাকে বোঝেন নি। কেন্দ্র সরকার এই রোগে আসল মৃতের সংখ্যা লুকিয়ে যাচ্ছে। বর্তমানে রাজনীতির উর্ধ্বে গিয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে।"