কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/04/2021   শেষ আপডেট: 08/04/2021 10:49 a.m.
টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী ~ Twitter@NarendraModi

"করোনাকে হারানোর অন্যতম উপায় এই টিকা", প্রধানমন্ত্রী

দেশজুড়ে করোনার ভয়াবহ আকারে চিন্তিত সর্বস্তরের মানুষজন। করোনাকে হারাতে টিকাকরণই একমাত্র রাস্তা বলছে সংশ্লিষ্ট মহল। তাই দেশজুড়ে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। এবার সেই গতিতে জোর আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ দিল্লির এইমস থেকে টিকা নেন। সেখানে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন তিনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সকাল প্রধানমন্ত্রী দিল্লির এইমসে পৌঁছে যান। টিকা নেওয়ার পর জাতির উদ্দেশ্যে বলেন, "করোনাকে হারানোর অন্যতম উপায় এই টিকা।" উল্লেখ্য, গত ১ মার্চ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন। আর ৩৭ দিনের মাথায় নিলেন দ্বিতীয় ডোজ। টিকা নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এক টুইট বার্তায় বলেন, "আজ দিল্লির এইমসে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। আপনি টিকা নেওয়ার যোগ্য হলে দ্রুত টিকা নিন। করোনাকে হারানোর এটাই একমাত্র উপায়।"

এদিন প্রধানমন্ত্রীর টিকাকরণ করেন সিস্টার নিশা শর্মা। তিনি বলেছেন এটি তাঁর জীবনের স্মরণীয় দিন। উল্লেখ্য, গত কয়েক দিনে করোনার বাড়বাড়ন্তে অত্যন্ত চিন্তিত কেন্দ্রীয় সরকার। তার ফলে আজ প্রধানমন্ত্রীর এই টিকাকরণ সর্বস্তরে এক নতুন বার্তা দেবে বলে রাজনৈতিক মহল সূত্রে খবর।