অক্সিজেনের অভাব, প্রতিকূল পরিস্থিতিতে করোনা মহামারী নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/05/2021   শেষ আপডেট: 03/05/2021 4:34 a.m.
-twitter

বায়বীয় অক্সিজেন ব্যবহার সম্ভব? বৈঠকে কী জানালেন মোদি

ভারতে করোনা ভাইরাস সংক্রমণ ধীরে ধীরে বেড়ে চলেছে এবং এই পরিস্থিতিতে অক্সিজেন চাহিদা পাল্লা দিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে। অক্সিজেন এর চাহিদা মেটানোর জন্য এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার একটি বৈঠক করলেন। এই বৈঠকে তিনি কথা বললেন বায়োবীয় অক্সিজেন ব্যবহার নিয়ে। অক্সিজেনের চাহিদা মেটাতে এই বৈঠকে তিনি জানিয়ে দিলেন, বায়ুর অক্সিজেন ব্যবহার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও বায়বীয় অক্সিজেন ব্যবহারের কার্যকরী বিশ্লেষণ করলেন তিনি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে। ইস্পাত প্লান্ট, পেট্রোকেমিক্যাল ইউনিট, শোধনাগার এবং বেশ কয়েকটি জায়গায় অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও শিল্প সংস্থার প্রয়োজনে বায়বীয় অক্সিজেন ব্যবহার করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন। তিনি আশা করেছেন, প্লান্টের ওপর যদি তিনি জোর দেন তাহলে সুবিধা হবে ভারতের জন্য। মহামারী মোকাবিলা করার জন্য রাজ্য সরকার গুলিকে অক্সিজেন বেড দেওয়ার ঘোষণা করে দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি আশা করছেন, যদি এই অক্সিজেন প্লান্ট এর কাছাকাছি ১,০০০ বেডের হাসপাতাল তৈরি করা যায় তাহলে এই সংকটে বেশ কিছুটা সুরাহা হবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছেন, শহর এবং অক্সিজেন চাহিদাযুক্ত অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেখানকার উৎসের নিকট ১,০০০ বেডের কোভিড কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তিনি।