"অতিমারিতে বুদ্ধের পথে চলতে হবে", দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2021   শেষ আপডেট: 24/07/2021 4:13 p.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও গুরু পূর্ণিমায় সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

করোনা (Corona) সংকটের কারণে গত বছর থেকে নাজেহাল অবস্থা গোটা দেশবাসীর। চলতি বছরের শুরুতে সংক্রমনের ভয়াবহতা কিছুটা নিয়ন্ত্রণে এলেও কিছুদিন আগেই দেশজুড়ে আস্ফালন দেখিয়েছে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ। দেশজুড়ে চলছে গণ টিকাকরণ। সম্প্রতি চলতি সপ্তাহে কিছুটা হলেও সংক্রমনের মাত্রা হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ শনিবার গুরু পূর্ণিমায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি আজ সকালে একটি টুইট করে বলেছেন, "মানব সভ্যতা আজ করোনা সংকটের মুখে পড়েছে। আর তাই গৌতম বুদ্ধ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের সকলের জীবনে। ভারত সকলকে দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে গৌতম বুদ্ধর চলা পথে হেঁটে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি দেশ একে অপরের হাত ধরে অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে।"

অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গুরু পূর্ণিমা উপলক্ষে দেশের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, "দুঃখের সমাপ্তি ঘটাতে বুদ্ধের আশ্বাস, জীবনের সবক্ষেত্রে নৈতিকতা ও সংযমকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সার্বজনীন মমতা ও অহিংসার উপরে তাঁর জোর দেওয়ার বার্তা, গত ২৬০০ বছর ধরে সারনাথে তাঁর প্রথম উপদেশ এর পর থেকেই মানুষকে অনুপ্রাণিত করেছে।"