ছলচাতুরি নয়, কৃষকরা পাবেন ন্যায্য দাম: মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/11/2020   শেষ আপডেট: 30/11/2020 9:30 p.m.
আজ বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কড়া সমালোচনা বিরোধীদের ও প্রাক্তন সরকারের

সোমবার বারাণসীতে অনুষ্ঠিত জাতীয় সড়ক উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের বার্তা দেওয়ার পাশাপাশি বিক্ষোভের জন্য বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন তিনি বলেন, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে চক্রান্ত করে। আগের সরকারের মত এই সরকার কৃষকদের সাথে ছলচাতুরি করছে না বরং ফসল মান্ডি-র উন্নতি করা হবে, যাতে উপকৃত হবেন কৃষকরা। প্রধানমন্ত্রী আরও বলেন, বহু রাজ্য কেন্দ্রের পিএম কিসান সম্মান নিধি-র মত প্রকল্প রূপায়িত হতে দেয়নি।

কৃষক বিক্ষোভের জেরে উত্তাল দেশের রাজনীতি। উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লি অবরোধ করে তাঁদের দাবিতে অনড় রয়েছেন। এই অবস্থায় নরেন্দ্র মোদির এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।