ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ দেখে বেশি করে মেডিকেল গ্রেড অক্সিজেন উৎপাদনের নির্দেশ মোদির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/04/2021   শেষ আপডেট: 16/04/2021 7:32 p.m.
-

১২ টি রাজ্য চিহ্নিত করা হয়েছে যেখানে অক্সিজেন সরবরাহ বাড়ানো হবে

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমণ ২ লাখের গন্ডিতে পৌঁছে গেছে। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রত্যেকটি রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেন সংকট দেখা যাচ্ছে। এমনকি হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে অনেক রোগীই মারা যাচ্ছেন। তাই কোভিডের এই গগনচুম্বী পরিসংখ্যান দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত ব্যাপারটি সমাধান করার জন্য নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ১২ টি রাজ্য কে চিহ্নিত করা হয়েছে যেখানে সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান লাগছে। সেই রাজ্যগুলির মধ্যে আছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্রিশগড়, কর্ণাটক, কেরালা, তামিলনাডু, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। জানা গিয়েছে, পিএম কেয়ার ফান্ডের টাকায় এই ১২ রাজ্যে ১০০ টি হাসপাতলে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। এছাড়াও প্রায় ৫০ হাজার মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানি করা হবে।

এছাড়াও জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তঃরাজ্য অক্সিজেন সরবরাহের জন্য সমস্ত অক্সিজেন ট্যাঙ্কার গাড়িকে পারমিট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই গাড়িগুলো যাতে নির্দ্বিধায় দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এছাড়া আর্গন এবং নাইট্রোজেন ট্যাঙ্কারগুলিকে আপাতত মেডিকেল অক্সিজেন ট্যাঙ্কারে পরিণত করার চিন্তাভাবনা করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি অক্সিজেন প্ল্যান্ট বেশি শিফটের মাধ্যমে ২৪ ঘন্টা চলবে বলেও জানা যাচ্ছে। এছাড়াও ইস্পাত প্ল্যান্টে ব্যবহৃত অক্সিজেন জরুরি অবস্থায় ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।