শাহের অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল কেন? প্রশ্নের মুখে ট্যুইটার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/01/2021   শেষ আপডেট: 22/01/2021 11:20 a.m.
twitter@AmitShah

'অনিচ্ছাকৃত ত্রুটি'-তে অসন্তুষ্ট সংসদীয় কমিটিকর্তারা পক্ষপাতিত্বই দেখছেন

গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধের জেরে এবার সরাসরি প্রশ্নের মুখে ট্যুইটার কর্তৃপক্ষ। তার প্রোফাইল পিকচারটিও সরিয়ে নেয়া হয় ওই সময়ে, যা নিয়ে ট্যুইটারকে কারণ দর্শাতে বলা হলে তারা এটি নিছকই একটি 'অনিচ্ছাকৃত ত্রুটি' বলে উল্লেখ করেন। তবে এতে একেবারেই সন্তুষ্ট নন সংসদীয় কমিটিকর্তারা। কিছুদিন আগেই প্ররোচনামূলক পোস্ট এড়াতে ক্যাপিটল হামলার পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে বিশ্বজুড়ে প্রশংসার পাত্র হয় ট্যুইটার। ক্যাপিটলের ঘটনায় নিন্দাপ্রকাশ করা হয় ভারতীয় শাসক দলের পক্ষ থেকেও।

অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করার বিরুদ্ধে সরব হওয়া সংসদীয় কমিটির প্রত্যেকেই শাসক দলের প্রতিনিধি। অমিত শাহের ডিসপ্লে পিকচারটি ওই সময় কপিরাইট শর্ত লঙ্ঘনের অভিযোগে সরানো হয়েছিল বলেও জানায় কর্তৃপক্ষ। তবুও কমিটির থেকে প্রশ্ন ওঠে ট্যুইটারের সত্যি-মিথ্যা যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে যার উত্তরে কর্তৃপক্ষ বলে কোনোরকম ভেদাভেদ বাদ দিয়ে সকলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। এছাড়াও ৩৭০ ধারা বাতিলের পরও লেহ্-কে জম্মু কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে কেন সে নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ট্যুইটারকে তলব করে কমিটি। ২৪.৩ মিলিয়ন ফলোয়ারের আইডল স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে ২৯৭ জনকে ফলো করেন ট্যুইটারে।