শুরু হল সংসদের অধিবেশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/09/2020   শেষ আপডেট: 14/09/2020 10:43 p.m.
By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) - Own work, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=49129197

গুরুত্বপূর্ণ বিলগুলি দ্রুত পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার

দীর্ঘ ছ’মাস পরে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের৷ বিলগুলির মধ্যে এগারোটিতে আগেই অর্ডিন্যান্স জারি রয়েছে৷ সংসদে পাশ করিয়ে সেগুলিকে আইনে পরিণত করতে চায় সরকার৷

অর্ডিন্যান্সগুলোর মধ্যে তিনটি হল কৃষি বিপণন সম্পর্কিত, যেগুলি নিয়ে দেশে বেশ কিছুদিন ধরে জোরদার বিতর্ক চলছে৷ এই অর্ডিন্যান্স অনুযায়ী কৃষির বাজারে বা খাদ্যশস্যের দামে আর সরকারি নিয়ন্ত্রণ থাকছে না৷ এর ফল ফলতে শুরু করেছে ইতিমধ্যেই৷ গত বছরের জুলাইতে চাল–গমের যা দাম ছিল, এ বছর উৎপাদন বেশি হওয়া সত্ত্বেও ওই একই সময়ে তার দাম দশ শতাংশ বেড়েছে৷

Photo by Nandhu Kumar

বাকি দুটি অর্ডিন্যান্সের একটিতে কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো, অপরটিতে ফড়ে, দালালদের হঠিয়ে চাষির সরাসরি ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ফসলের ন্যায্য দাম আদায় করার সুযোগের কথা বলা হয়েছে৷ বিশেষজ্ঞরা বলছেন, প্রথমটির ফলে রপ্তানি বাড়লেও আর্থিক মন্দা ও অতিমারির এই সময়ে চাল–গমের দাম দেশের খেটে–খাওয়া মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে৷ দ্বিতীয়টি সম্পর্কে তাঁরা বলছেন, আমাদের দেশে ছোট চাষির সংখ্যা নব্বই শতাংশেরও বেশি৷ বড় ব্যবসায়ীদের সরাসরি চাপ দিয়ে ফসলের দাম স্থির করার ক্ষমতা তাঁদের নেই৷ ছোট–চাষিদের জীবন–জীবিকা এভাবে বৃহৎ ব্যবসায়ীদের মুঠোয় তুলে দিতে চলেছে সরকার৷

ব্যাঙ্কিং রেগুলেশন বিল নিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ বলা হচ্ছে, গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এর কুপ্রভাব হবে মারাত্মক৷

অতিমারির অজুহাতে সংসদে আলোচনা, তর্ক–বিতর্কের সময় কমিয়ে দিয়ে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে যেনতেনপ্রকারেণ বিলগুলি পাশ করিয়ে নিতে চায় বিজেপি সরকার– অভিযোগ বিরোধীদের৷ রাজ্যসভায় বিলগুলি কড়া হাতে মোকাবিলার পরিকল্পনা করছেন তাঁরা৷ এই অবস্থায় বিলগুলি আইনে পরিণত হতে পারবে কি না, সময়ই তা বলবে৷