দেশের দুটি রাজ্য ডাকতে শুরু করছে ভ্যাকসিনের জন্য গ্লোবাল টেন্ডার, লক্ষ্য সম্পূর্ন ভ্যাকসিনেশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2021   শেষ আপডেট: 14/05/2021 8:29 a.m.

হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল ভিজ ইতিমধ্যেই ১৮ উর্ধ্বে ব্যাক্তির টিকাকরন চালু করার ঘোষণা করেছে।

বৃহস্পতিবার পাঞ্জাব ক্যাবিনেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তারা COVAX ফেসিলিটি জোট গঠন করতে চলেছে। এই জোটের ফলে তারা এবারে বিশ্বের যেকোনো দেশে গিয়ে সেখানকার ব্যবহৃত ভ্যাকসিন কিনতে পারবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই পাঞ্জাব এবং হরিয়ানার অবস্থা প্রায় একই রকম। সেখানেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেবিনেট আরো জানিয়েছেন, তারা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কো ভ্যাকসিন (CoVaxin) ক্রয় করতে চলেছে। তবে যারা যারা এই ভ্যাকসিন কিনতে পারেন, তাদেরকে এই ভ্যাকসিন কেনার অনুরোধ করছে সরকার। তার পাশাপাশি ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের জন্য পাঞ্জাব এবং হরিয়ানার সরকার আপাতত অর্ডার করছে কোভিশিল্ড ভ্যাকসিন।

স্বাস্থ্য সচিব হুসান লাল জানিয়েছেন, কোভিশিল্ডের ৩০ লক্ষ ডোজ কিনে ফেলেছে রাজ্য সরকার। যদিও সেরাম ইনস্টিটিউট জানিয়েছে আপাতত ৪.২ লক্ষ অর্ডার করা হয়েছে। তার সঙ্গেই তিনি যোগ করেছেন, রাজ্যে ভ্যাকসিনেশন করানোর জন্য তাদের বেশ কিছু সরকারি স্থানের প্রয়োজন আছে। স্বাস্থ্য সেক্টরের সঙ্গে যুক্ত কর্মীদের পরিবারের ১৮ থেকে ৪৪ বছরের সদস্যদের ভ্যাকসিনেশন শুরু করে দিয়েছে। এছাড়াও ১৪ মে থেকে তাদের ভ্যাকসিনেশন শুরু হবে যাদের কো মর্বিডিটি আছে। এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কো মর্বিডিটি যুক্ত জেল বন্দীদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন হরিয়ানা এই ভ্যাকসিন কেনার জন্য গ্লোবাল টেন্ডার ডাকবে খুব শীঘ্রই। এবং আর কিছুদিনের মধ্যেই ১৮ বছরের উর্ধের ব্যক্তিদের টিকাকরণ শুরু করা হবে, তাও আবার বিনামূল্যে।