টিকাকরণের বর্ষপূর্তিতে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ মোদির, টুইটারে লিখলেন শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2022   শেষ আপডেট: 16/01/2022 9:57 p.m.
-

দেশের ইতিমধ্যেই ৯২ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এক বছর পূর্ণ হল করোনাভাইরাস টিকা করনের। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টিকাকরণ অভিযানের সঙ্গে যুক্ত সকলকে উদ্দেশ্য করে টুইট করলেন প্রধানমন্ত্রী। আজ সকালে টুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, 'আজকে আমরা টিকাকরণের এক বছর পূর্ণ করলাম। টিকাকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে আমি কুর্ণিশ জানাচ্ছি। এই টিকাকরণ অভিযানের ফলপ্রসূ আমাদের করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তি বেড়ে গিয়েছে। আমাদের জীবনকে রক্ষা করতে এবং জীবনকে সুরক্ষিত রাখতে এই কর্মসূচী আমাদের সাহায্য করেছে।'

আজকে তিনি বললেন, এখনো পর্যন্ত দেশের ৯২ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন। আর সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে ৬৮ শতাংশ মানুষের। এছাড়াও এই বছর থেকে শুরু হয়ে গিয়েছে বুস্টার ভ্যাক্সিনেশন। আরেকটি পোস্ট করে তিনি লিখলেন, 'আমাদের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ব্যতিক্রমি ভূমিকা পালন করেছেন। যখন আমরা দেখতে পাই প্রত্যন্ত এলাকায় টিকাকরণ হচ্ছে কিংবা আমাদের স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে মানুষের টিকাকরণ করছেন, আমাদের হৃদয়ে গর্বে ভরে ওঠে।'

এছাড়াও প্রথম থেকে অতিমারির সঙ্গে লড়াই করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সকলকে করোনাভাইরাস বিধি মেনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবার আহ্বান জানিয়েছেন তিনি। তবে, জানুয়ারির প্রথম দিক থেকেই ভারতে ওমিক্রন ভাইরাসের দাপট শুরু হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি প্রায় সেই দিকেই গড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ যাতে কম হয় তার জন্য বেশকিছু রাজ্য কড়া বিধি-নিষেধ জারি করে দিয়েছে। কিন্তু কোনো কিছুতেই সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীকে আহ্বান জানানো হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা টিকা গ্রহণ করেন।