"অ-হিন্দুদের মন্দিরে প্রবেশ নিষেধ", নির্দেশিকা উত্তরাখণ্ডের একাধিক মন্দিরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/03/2021   শেষ আপডেট: 22/03/2021 3:58 p.m.
@twitter

হিন্দু যুব বাহিনী মন্দিরের বাইরে এমন পোস্টার দিয়েছে

অ-হিন্দুরা এবার প্রবেশ করতে পারবে না হিন্দু মন্দিরে। এমনটাই পোস্টার দেখা গেলো দেরাদুনের অন্তত ১৫০ টি মন্দিরে। জানা গিয়েছে, হিন্দু যুবা বাহিনি নামক একটি অতি ডানপন্থী সংগঠনের সদস্যরা মন্দিরের বাইরে এমন নির্দেশিকা ঝুলিয়েছে। ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, "আগামী দিনে উত্তরাখণ্ডের সমস্ত মন্দিরে এরকম ব্যানার লাগানো থাকবে। এটা স্পষ্ট করে বলা থাকবে যে হিন্দুদের মন্দিরে সনাতন ধর্মের মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কারণ মন্দির সনাতন ধর্মে বিশ্বাসী মানুষজনের শ্রদ্ধার স্থান। তাই এবার থেকে শুধুমাত্র সনাতন ধর্মের মানুষ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।"

মনে করা হচ্ছে কিছুদিন আগে মুসলিম যুবকের হিন্দু মন্দিরে গিয়ে জল খাওয়ার জন্য এমনটা সিদ্ধান্ত নিয়েছে হিন্দু যুবা বাহিনী। আসলে কিছুদিন আগে দাসনার একটি মন্দিরে মুসলিম প্রবেশ নিষেধ বোর্ডে লেখা থাকলেও সেখানে এক মুসলিম যুবক মন্দিরের কল থেকে জল পান করে। পরে মন্দিরের পুরোহিতের নির্দেশে ওই যুবককে নিগ্রহ করা হয়। ঘটনার জেরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তারপর আবার উত্তরাখণ্ডের একাধিক মন্দিরে অ-হিন্দুদের প্রবেশ নিষেধ নির্দেশিকা সমালোচনার আগুনে ঘিয়ের কাজ করছে।