কোভিডের দ্রব্যের ওপর জিএসটি সরবে না, মমতাকে সাফ জানিয়ে দিলেন নির্মলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/05/2021   শেষ আপডেট: 09/05/2021 8:24 p.m.
নির্মলা সীতারামন facebook.com/nirmala.sitharaman

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সামগ্রী থেকে জিএসটি সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে

করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ তাই বর্তমানে অক্সিজেন এবং অন্যান্য সামগ্রীর উপরে কর ছাড়ার আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পত্র লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির উত্তরে নির্মলা বললেন, এখনই এই সমস্ত জিনিসের উপরে কর সরানো যাবে না। তিনি জানিয়েছেন, যদি কেন্দ্রীয় সরকার জিএসটি সরিয়ে দেয় তাহলে এই জিনিসের দাম আরো বাড়িয়ে দেবে উৎপাদনকারী সংস্থা। তারপরে আখেরে মুশকিলে পড়বেন সাধারন মানুষ। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভ্যাক্সিনের ওপরে ৫ শতাংশ, ওষুধ পত্র এবং অন্যান্য জিনিসের উপরে ১২ শতাংশ জিএসটি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই চিঠির উত্তরে নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) টুইট করে জানিয়ে দিয়েছেন, যদি কর সরিয়ে নেওয়া হয় তাহলে লাগামছাড়া দাম বৃদ্ধি পাবে। ৫ শতাংশ জিএসটি নিশ্চিত করেছে উৎপাদক সংস্থা আইটিসি অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট কাজে লাগাতে পারবে। যদি আইটিসি বেশি হয়ে যায় তাহলে রিফান্ড দাবি করা যাবে। তারপরে কিন্তু আখেরে সাধারণ মানুষের মুশকিল বাড়বে বৈ কমবে না। কোন লাভ হবে না এই সিদ্ধান্ত নিয়ে। অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য সামগ্রীর উপর থেকে ইতিমধ্যে আমদানি কর সরিয়ে নেওয়া হয়েছে। তা ছাড়াও তিনি জানিয়ে দিয়েছেন, আইজিএসটি করের ৭০ শতাংশ কিন্তু রাজ্যের কাছে যায়।