NEET : ঘোষিত হল নিট পরীক্ষার ফলাফল, ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে তিনজন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2021   শেষ আপডেট: 02/11/2021 9:13 a.m.

মেধাতালিকায় প্রথম ২০-তে বাংলার কতজন জেনে নিন

ঘোষিত হল সর্বভারতীয় স্তরে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা বা নিট পরীক্ষার (NEET Exam) ফলাফল। মেধা তালিকায় প্রথম তিনজন পুরো নম্বরই পেয়েছেন। এবারের পরীক্ষায় মোট ২৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসেছিলেন, যা গতবারের তুলনায় বেশ কিছুটা বেশি। তাঁদের মধ্যে পুরো নম্বর পেয়ে তিনজনই প্রথম স্থান দখল করেছেন। দিল্লির তন্ময় গুপ্ত, তেলেঙ্গানার মৃণাল কুত্তেরি এবং মহারাষ্ট্রের কার্তিক নায়ার একসঙ্গে প্রথম হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ১০০ শতাংশ অর্থাৎ পরীক্ষার ৭২০ নম্বরের মধ্যে তাঁরা পুরো নম্বরই ছিনিয়ে নিয়েছেন।

চলতি বছরে সর্বভারতীয় স্তরে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় (NEET Exam) বসেছিলেন মোট ১৬ লক্ষ ১৪ হাজার ৭৭৭ জন। কোভিড পরিস্থিতির জেরে বেশ কয়েক বার পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে হয়। চলতি বছরের ১ অগাস্ট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা নেওয়া সম্ভব হয়নি। অনেক টালবাহানার পর অবশেষে গত ১২ সেপ্টেম্বর দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হয়। তারই ফলপ্রকাশ হল গতকাল। প্রথম ২০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় বাংলার অবস্থান কী? দেখা গেছে প্রথম ২০ জনের মধ্যে বাংলার আছেন মাত্র একজন। ৭১৫ নম্বর পেয়ে ১৯ তম স্থান দখল করেছেন এ রাজ্যের সৌম্যদীপ হালদার।

পরীক্ষার ফলাফল জানতে কী করতে হবে? এই পরীক্ষার সম্পূর্ণ ফলাফল (NEET Exam) জানতে নীচের দু'টি ওয়েবসাইট যেতে হবে। ওয়েবসাইট দু'টি হল neet.nta.nic.in অথবা ntaresults.ac.in । উল্লেখ্য, সর্বভারতীয় স্তরে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা বা নিট নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাপা অসন্তোষ। এমনকী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার কেন্দ্রীয়করণে আঞ্চলিক ভাষাগুলো মার খেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ।