আবার বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/11/2020   শেষ আপডেট: 15/11/2020 9:47 p.m.
-facebook

আগামীকাল রাজ্যপাল সমীপে এনডিএ জোট

আজ দুপুর সাড়ে বারোটায় নীতীশ কুমারের সরকারি বাসভবনে এনডিএ জোটের বৈঠকে নীতীশ কুমারকেই বিহারের আগামী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল৷ নির্বাচনের আগে অমিত শাহ ও জে পি নাড্ডা জানিয়েছিলেন, এনডিএ জোট জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই৷ কিন্তু নীতীশের সংযুক্ত জনতা দল বিজেপি–র চেয়ে কম আসন পাওয়ায় সেই প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়েছিল৷ রবিবারের বৈঠকে উত্তর মিলল সব জিজ্ঞাসার৷

জানা গেছে, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিহারের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ আগামীকাল সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার অনুমতি চাইবে এনডিএ জোট৷