নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে বিশেষ কর্মসূচি শুরু ২৩ তারিখ থেকেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2022   শেষ আপডেট: 15/01/2022 1:08 p.m.
https://twitter.com/narendramodi

একই সঙ্গে প্রতি বছর ১৬ জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhas Chandra Bose) সম্মান জানাতে এবার থেকে ২৩ জানুয়ারি থেকেই দেশে শুরু হবে সাধারণতন্ত্র দিবস পালন (Republic Day Celebration), আজ এমনটাই ঘোষণা করল কেন্দ্র। প্রসঙ্গত, এর আগে ২৪ জানুয়ারি থেকেই সাধারণতন্ত্র দিবসের সরকারি আনুষ্ঠানিকতা শুরু হত। তবে এবার তা শুরু হবে নেতাজির জন্মদিনেই।

সূত্রের খবর, ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে আরও গুরুত্ব দিয়ে উদযাপন ও স্মরণের জন্যই এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। আর সে কারণেই ২৩ জানুয়ারি থেকেই সাধারণতন্ত্র দিবসের আনুষ্ঠানিক উদযাপন শুরু করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একই সঙ্গে প্রতি বছর ১৬ জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি এদিন বলেন, "দেশের অন্তত ৬২৫টি জেলাতে অন্তত একটি স্টার্ট আপ আছে। স্টার্ট আপসরা নতুন ভারতের মেরুদণ্ড।"