নিজেদের মধ্যে লড়াই না করে ভারত-পাকিস্তান একসাথে বন্ধু হয়ে দারিদ্র্য-বৈষম্যের বিরুদ্ধে লড়ুক : মালালা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/03/2021   শেষ আপডেট: 02/03/2021 9:50 a.m.
মালালা ইউসুফজাই ছবি সংগৃহীত

জয়পুর সাহিত্য উৎসবে ভার্চুয়ালি শান্তির বার্তা দিলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী

ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ হয়েও প্রতিনিয়ত পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে, যা বিশ্বজনবিদিত। আর এই সমস্যা দুই দেশেরই সমস্যা যার সমাধান ভাগাভাগির সময় থেকে এখনো হয়নি। রবিবার জয়পুরের সাহিত্য উৎসব থেকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তির দূত মালালা ইউসুফজাই ভার্চুয়ালি উপস্থিত থেকে এই সমস্যাতেই আলোকপাত করলেন।

তিনি ওই উৎসবে হাজির সকল ভারতীয়ের উদ্দেশ্যে স্পষ্ট বলেন, "আপনারা ভারতীয়, আমি পাকিস্তানি। যদি আমরা আমাদের মতো করে প্রত্যেকেই ভালো থাকি, তাহলে এত বিদ্বেষ কীসের? বিভাজন করে জয় করার নীতি সেকেলে, এখন আর কাজ করেনা।" আরো বলেন,"ভারত ও পাকিস্তান দুই দেশেরই সাধারণ সমস্যা তাদের দারিদ্র্য-বৈষম্য। লড়াই যদি হয় তাহলে এগুলির বিরুদ্ধে হোক, নিজেদের মধ্যে নয়। তাই ভারত ও পাকিস্তানকে প্রকৃত বন্ধু হিসেবেই দেখতে ইচ্ছুক।" দুই দেশেরই জাতিগত বিদ্বেষ নিয়ে বলেন, " পাকিস্তানে যেমন হিন্দু, শিখ, খ্রীষ্টানরা নিপীড়িত, ঠিক তেমনি ভারতে মুসলিম ও দলিতরা।" বীর সাহসিনী আবারো সাহিত্যের দরবারে মানবিকতার বার্তাই দিলেন।