উত্তরপ্রদেশে বস্তা বন্দী অবস্থায় উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

রিচা রায়
প্রকাশিত: 24/11/2020   শেষ আপডেট: 24/11/2020 6:53 p.m.

আজ সকালেই তিনটি বস্তা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে

একবিংশ শতাব্দীতে এসেও সমাজ একটুও বদলায়নি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মেয়েরা এখনও কোণঠাসা। এখনও কণ্যাভ্রূণ হত্যা চলে, এখনও শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে সদ্যেজাত বাচ্চার জায়গা হয় ডাস্টবিনে। আজ সকালেই উত্তরপ্রদশের মিরাটে বস্তা বন্দী অবস্থায় এক সদ্যেজাত শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয়রা।

নভেম্বরের এই শীতে সারারাত রাস্তায় পড়ে থেকে প্রায় মরতে বসেছিল শিশুটি। সকালে কিছু মানুষ রাস্তার পাশে পড়ে থাকা বস্তার ভেতর থেকে বাচ্চার কান্না শুনতে পেয়ে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করেন তারা। তিনটি বস্তার মধ্যে বাঁধা ছিল শিশুটি। শিশুটি কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরকম অমানবিক ঘটনায় স্বাভাবিক ভাবেই স্তম্ভিত সকলে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের প্রায় সকলেরই দাবি, বাবা মা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। এরকম চরমতম অমানবিক অপরাধের জন্য একটি আইন করা উচিৎ। এবং এমন শাস্তি ধার্য্য করা হোক যাতে এমন অপরাধের সংখ্যা আর না বাড়ে।