কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/10/2020   শেষ আপডেট: 10/10/2020 3:27 a.m.
facebook @KanganaRanaut

অভিনেত্রীর কৃষক বিরোধী টুইট নিয়ে অভিযোগ

কর্নাটকের টুমাকুরু জেলার আদালত শুক্রবার অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে পুলিশকে। নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের সম্পর্কে অভিনেত্রীর করা একটি টুইটকে কেন্দ্র করেই এ নির্দেশ আদালতের। আইনজীবী এল রমেশ নায়েকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিচারপতি কিয়াথাসান্দ্রা থানার ইন্সপেক্টরকে এই আদেশ দিয়েছেন।

আইনজীবী নায়েকের বাড়ি কিয়াথাসান্দ্রাতেই। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি এই সংবাদ জানিয়েছেন। গত ২১ সেপ্টেম্বর কঙ্গনা তাঁর টুইটার হ্যান্ডেলে মন্তব্য করেন, "যারা সিএএ সম্পর্কে ভুল তথ্য ও গুজব ছড়িয়েছিল, যার পরিণতিতে দাঙ্গা হয়, তারাই এখন কৃষি বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে এবং দেশে সন্ত্রাস সৃষ্টি করছে। এরা সন্ত্রাসবাদী ...।" রমেশ নায়েক জানান, কঙ্গনার এই মন্তব্য তাঁকে যে আঘাত দিয়েছে, সেই আঘাতই তাঁকে প্ররোচিত করেছে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে।