কুলগামে সেনাবাহিনীর হাতে জঙ্গী কমান্ডারসহ নিহত ৫

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/11/2021   শেষ আপডেট: 17/11/2021 10:52 p.m.
ভারতীয় সেনা instagram @crpf_india

সেনাবাহিনী সূত্রে খবর এখনো গুলির হামলা চলছে ওই এলাকায়

জম্মু-কাশ্মীরে আবারো সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি হামলা চলছেই। কুলগামে আবারো একটি বড় একশন হামলা করার পরে পাঁচ জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত সেনাপ্রধান। কুলগামের ৩ জন এবং গোপালপুরায় দু'জন সন্ত্রাসবাদি নিহত হয়েছে বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তাদের অভিযান চালায় ফোনে জানানো হয়েছে সেনা সূত্রে। তারপরে কুলগামে পমবে এলাকায় ৩ সন্ত্রাসবাদীকে খতম করেছে সেনাবাহিনী। এলাকায় চারদিক থেকে ঘিরে ফেলে তাদেরকে কোন ভাবে পালানোর সুযোগ দেওয়া হয়নি। নিরাপত্তা বাহিনী নিরাপত্তার জন্য পুরো এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে দিয়েছিল। তার পাশাপাশি যানচলাচল বর্তমানে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে বলে সূত্রের খবর।

কুলগাম এর গোপালপুরা এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টার করে পুলিশ সেখানকার ২ জঙ্গিকে খতম করেছে বলে সূত্রের খবর। এমন পরিস্থিতিতে দুই জায়গায় একযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এটা সন্ত্রাসবাদীদের মাথায় আসেনি। তবে এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির হামলা অব্যহত রয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের নির্মূল করার জন্য বেশ কিছু জায়গায় অভিযান চালাচ্ছে। সম্প্রতি শ্রীনগরের হায়দারপোরা  এলাকায় সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছিল কিছুদিন আগে। সেই এনকাউন্টারে দুইজন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী।