স্মৃতি ইরানির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আন্তর্জাতিক শ্যুটারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/12/2020   শেষ আপডেট: 26/12/2020 5:13 p.m.
স্মৃতি ইরানি

ঘুষের বিনিময়ে মহিলা কমিশনের পদ!

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে ঘুষ নিয়ে মহিলা কমিশনে চাকরি দেওয়ার অভিযোগে আইনি পথে মামলা করলেন আন্তর্জাতিক স্তরের শ্যুটার বর্তিকা সিং। স্মৃতি ইরানির সাথে কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত সচিব ও আরও একজনের বিরুদ্ধে এই একই অভিযোগে মামলা দায়ের করেন বর্তিকা। আবার পাল্টা বর্তিকার বিরুদ্ধে মানহানির মামলা করেন স্মৃতি ইরানির সচিব বিজয় গুপ্ত।

বর্তিকার অভিযোগ মহিলা কমিশনের পদ পাইয়ে দিতে স্মৃতি ও বাকি দুজন তার কাছে ১ কোটি টাকা চান এবং তা দিতে অস্বীকৃত হলে ২৫ লক্ষ টাকা চান। এমনকি মহিলা কমিশনের নামে একটি ভুয়ো চিঠি দেন ও তার সাথে নানাপ্রকার দুর্ব্যবহার করেন। আগামী ২রা জানুয়ারি এমপি-এমএলএ কোর্টে এই মামলার শুনানি হবে। তবে অন্যদিকে বিজয় গুপ্তের আনা পাল্টা মানহানির মামলা দেখে তাজ্জব বনে যান বর্তিকা। স্মৃতির অন্যায় ফাঁস হয়ে যাবার ভয় এমনটা করেন বলে জানান তিনি। ২৩ শে নভেম্বর আমেঠির মুসাফিরখানায় মামলা করেন বিজয়।