ইন্দোর-দাউন্দ বিশেষ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত, ঘটনাস্থলে উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/09/2021   শেষ আপডেট: 27/09/2021 5:29 p.m.
https://twitter.com/SampoornaKrant

এটি এমাসের চার নম্বর ট্রেন দুর্ঘটনা

সোমবার সকালে মহারাষ্ট্রের লোনাভালা স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত ইন্দোর-দাউন্দ বিশেষ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তবে ঘটনায় কেউ নিহত বা আহত হননি বলেই খবর সূত্রের।

সোমবার সকাল ৭ টা বেজে ৫০ মিনিটে লোনাভালা স্টেশনের প্লাটফর্মে ঢুকছিল বিশেষ ট্রেনটি। সেন্ট্রাল রেলওয়ের চিফ পাবলিক রিলেশানস অফিসার জানিয়েছেন, এমন সময় হটাতই ট্রেনটির শেষের থেকে দুই এবং তিন নম্বর কামরা লাইনচ্যুত হয়। তবে ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত হননি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে রিলিফ ভ্যান। দ্রুত শুরু হয় উদ্ধারকার্য। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাকটি ছাড়া বাকি সমস্ত ট্র্যাকই সুরক্ষিত এবং পরিবহনযোগ্য রয়েছে। ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ।

উল্লেখ্য, এই নিয়ে এটি সেপ্টেম্বর মাসের চার নম্বর রেল দুর্ঘটনা। গত ২৩শে সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ নাগাদ হিমাচলপ্রদেশে কালকা থেকে শিমলা যাওয়ার পথে বারোগ স্টেশনে একইরকম একটি দুর্ঘটনার সম্মুখীন হয় একটি ট্রেন। যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত ছিলেন। ২১শে সেপ্টেম্বরও সকাল সাড়ে ৮ টায় কর্ণাটকে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইশুরু-মিলাদুথুরাই এক্সপ্রেসের। গত ৩রা সেপ্টেম্বর উত্তরপ্রদেশের শাহাজাহানপুরে লাইনচ্যুত হয় বিএসএফ-এর একটি ট্রেন। সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে ঘটা সেই দুর্ঘটনায় লাইনচ্যুত হয় ট্রেনটির ১১টি কামরা।