মৃত পরিযায়ী শ্রমিকের সংখ্যা নাকি জানে না সরকার

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 19/09/2020   শেষ আপডেট: 19/09/2020 1:53 a.m.
-

শ্রমমন্ত্রী দায় এড়াচ্ছেন না তো?

সংসদের চলতি অধিবেশনে অন্তত ১০ জন সাংসদ পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে লকডাউনে শ'য়ে শ'য়ে মাইল পাড়ি দিতে গিয়ে কতজন শ্রমিক মারা গেছেন, তা নিয়ে। উত্তরে কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন, এসব তথ্য সরকারের কাছে নেই। শ্রমিকদের জীবন-মৃত্যুর প্রতি সরকারের উদাসীনতা নিয়ে নিন্দার ঝড় বয়েছে দেশ জুড়ে।

অথচ একটি প্রখ্যাত সংবাদমাধ্যম জানাচ্ছে, তাদের করা আরটিআই-এর উত্তরে বেরিয়ে এসেছে, মৃত শ্রমিকদের তথ্য সরকারের ঘরে যথাযথভাবেই জমা পড়েছে। জানা যাচ্ছে, পরের দিকে পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ বিশেষ ট্রেনে আসতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত আশি জনের। এদের মধ্যে আট মাসের শিশু, পঁচাশি বছরের বৃদ্ধ ছাড়াও অন্তত দুটি নবজাতকও ছিল। রেল-পুলিশ এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে।

অর্থাৎ সরকার সব জানে। তা সত্ত্বেও শ্রমমন্ত্রীর এ অসত্যভাষণ কেন? বিরোধীরা বলছেন, আগুপিছু না ভেবে হঠাৎ ডাকা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় আগেই মুখ পুড়েছে সরকারের। তাই সংসদে এ আলোচনা এড়াতে চেয়েছেন মন্ত্রী। তাছাড়া, এতে ক্ষতিপূরণ দেওয়ার দায় ঝেড়ে ফেলার সুযোগ পাওয়া গেল।