আগামী সপ্তাহ থেকেই শুরু ভারত-ব্রিটেন উড়ানযোগ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/01/2021   শেষ আপডেট: 03/01/2021 8:59 a.m.
-

নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র

করোনার নয়া স্ট্রেনের আঁতুড়ঘর ব্রিটেন। ইতিমধ্যেই এদেশেও নানা স্থানে ছড়িয়ে পড়েছে সেই সত্তর শতাংশ বেশি সংক্রামক করোনা। আর এরই মাঝে ব্রিটেনের সাথে গত ২৩ শে ডিসেম্বর বন্ধ করে দেয়া বিমানযোগ আগামী ৬ই জানুয়ারি থেকে আবার শুরু করতে চলেছে কেন্দ্র। কড়া সতর্কবার্তা সহ নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরীর তরফ থেকে।

৬ই জানুয়ারি এদেশ থেকে ওদেশে এবং ৮ই জানুয়ারি ওদেশ থেকে এদেশে চালু হবে পরিষেবা। ৬ থেকে ২৩ শে জানুয়ারির মধ্যে দু তরফ থেকেই ১৫ টি করে, অর্থাৎ ৩০ টি বিমান চলবে। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এগুলি লব্ধ হবে। ফ্লাইটের ৭২ ঘন্টা আগে ব্রিটেন থেকে আসা যাত্রীদের পূর্বের১৪ দিনের গতিবিধির তথ্য দিল্লির ওয়েব পোর্টালে(www.newdelhiairport.in) জমা দিতে হবে এবং কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্টও জমা দিতে হবে। ভারতের বিমানবন্দরে নামার পর আবার নিজের খরচে যাত্রীদের করোনা টেস্ট করাতে হবে ও নেগেটিভ রিপোর্ট না এলে সরাসরি কোয়ারেন্টিন সেন্টারে নেওয়া হবে। রোগী ১৪ দিন তা যথাযথভাবে পালন করছে কিনা লক্ষ রাখবে জেলা ও রাজ্য প্রশাসন। জিনোম সিকোয়েন্সিঙের পরে নয়া স্ট্রেন পেলে তার ক্ষেত্রেও একই নিয়ম ধার্য হবে। সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মাবলীর সঠিক পালনের জন্য হেল্প ডেস্ক গঠিত হয়েছে।