কোভিড আবহে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ফের রেকর্ড তৈরি হল, মত কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2021   শেষ আপডেট: 29/05/2021 9:32 a.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে শীর্ষে সেই গুজরাট

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অর্থাৎ এফডিআই-এ নতুন রেকর্ড গড়ল ভারত। কেন্দ্রের এই পরিবর্তিত নীতির সাফল্য এল। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবর্ষে দেশে প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৭২ বিলিয়ন মার্কিন ডলার। যা কিনা গতবছরের তুলনায় ১০ শতাংশ বেশি। আর ফের সমস্ত রাজ্যকে পেছনে ফেলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (FDI) শীর্ষে রয়েছে গুজরাট (Gujarat)। স্বাভাবিক ভাবেই গুজরাট মডেল ফের প্রমাণ করল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে তাদের সাফল্যের কথা বলছে ওয়াকিবহাল মহল।

কেন্দ্রীয় পরিবর্তিত এই নীতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। তবে কেন্দ্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ৩৭ শতাংশই এসেছে গুজরাটে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, সেরাজ্যে এসেছে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ২৭ শতাংশ। ১৩ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে আর এক বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। বাংলায় এসেছে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এক শতাংশ। এই তালিকায় এ রাজ্য রয়েছে নবম স্থানে।গুজরাটে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ৫৩ কোটি। ২০২০-২১ অর্থবর্ষে মহারাষ্ট্রে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১ লক্ষ ৫৩ হাজার ৩৬১ কোটি টাকা। কর্ণাটকে এসেছে ৭৮ হাজার ১৬০ কোটি টাকা। সেখানে ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৪ হাজার ৩০৯ কোটি টাকার।

কোভিড পরিস্থিতির মধ্যেও গত এক বছরে উল্লেখযোগ্য হারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে বলে দাবি কেন্দ্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের। ইতিমধ্যেই প্রতিরক্ষা খাতে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে সুযোগ দিয়েছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা খাতেও বিদেশি বিনিয়োগ আহ্বান করেছে মোদী সরকার। মোদী সরকারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে বিরোধীদল বারবার সরব হয়েছেন, কিন্তু কোভিড অতিমারীর মধ্যেও এই সাফল্যে বাড়তি অক্সিজেন পেল গেরুয়া শিবির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ।