রাতের অন্ধকারে সিংহীর সঙ্গে চলতো অভব্য আচরণ, পুলিশের জালে অভিযুক্তরা
পর্যটকদের এই খেলা দেখানোর জন্য নেওয়া হতো মোটা অংকের টাকা
পর্যটকদের সামনে রাতের অন্ধকারে দেখানো হতো সিংহীর খেলা। আর তার জন্য নেওয়া হতো একটা মোটা অংকের টিকিটের খরচ। ঘটনাটি গুজরাটের গির অরণ্য বাবারিয়া রেঞ্জের। সেখানে সিংহির সামনে মুরগির লোভ দেখিয়ে তাকে দিয়ে বিভিন্ন রকমের খেলা দেখানো হতো। বনকর্মীরা জানিয়েছেন, এই কাজটি অত্যন্ত ভয়ঙ্কর এবং সাথে সাথেই অত্যন্ত ঘৃণ্য। ওই সিংহির জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি এই খেলা দেখানোর ফলে যেকোন মুহূর্তে কোন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘটনা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করার পাশাপাশি অপরাধীদের ৩ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। এছাড়াও অপরাধীদের ১০,০০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে গত ২০১৮ সালে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর থেকেই এই খেলা দেখানোর ঘটনা সকলের সামনে চলে আসে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিল তিনটি পর্যটন সংস্থা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত হলেন ধ্রুবক বাদী। তিনি জঙ্গলের মধ্যে একটি জমি ছেড়ে দিয়েছিলেন এই বেআইনী কাজ করার জন্য। তার পাশাপাশি তিনি পর্যটকদের থেকে ৬,০০০ টাকা করে টিকিট নিতে নেই খেলা দেখানোর জন্য। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পশুদের জোর করে খেলা দেখানো দণ্ডনীয় অপরাধ।