চীনের বদলে ভারত থেকে করোনা ভ্যাকসিন নেবে নেপাল, দিল্লিতে বৈঠক করতে এলেন বিদেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/01/2021   শেষ আপডেট: 06/01/2021 7:30 p.m.
২০১৮ সালে নেপাল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -twitter

নেপাল ভারতের থেকে ১২ মিলিয়ন করোনা ভাইরাস ভ্যাকসিন নেবে

সম্প্রতি নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি নিউ দিল্লিতে পা রাখছেন ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রী জয়শংকরের সাথে বৈঠক করার জন্য। এই ষষ্ঠ নেপাল-ভারত জয়েন্ট কমিশন বৈঠক হবে আগামী ১৪ জানুয়ারি নিউ দিল্লিতে। এই বৈঠকে প্রধানত কাঠমুন্ডু ও নিউ দিল্লির মধ্যে একটি স্বাস্থ্য সেক্টর সম্বন্ধিত বিষয় নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে। যদিওবা কিছুদিন আগে ভারতের সাথে নেপালের সীমান্ত নিয়ে সম্পর্কের তিক্ততা বেড়েছে তাও এই বৈঠক হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী অলি জানিয়েছিলেন সমস্ত ঘটনা বিরোধীরা তার পার্টির মধ্যে থেকে তাদের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছিল।

১৪ তারিখের বৈঠকে নেপাল বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি ভারতের থেকে ১২ মিলিয়ন করোনা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার কথা বলতে আসছে। যদিও এর আগে চীন নেপালকে তাদের করোনার প্রতিষেধক সীনোভাক ভ্যাকসিন দেওয়ার কথা বলেছিল। কিন্তু বর্তমানে নেপাল সরকার চাইছে তারা চীনের বদলে ভারত থেকে করোনাভাইরাস ভ্যাকসিন নেবে। সেই জন্য ইতিমধ্যেই নেপালের ভারতীয় অ্যাম্বাসেডর নীলাম্বর আচারিয়া ভারতের বিভিন্ন করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানির সাথে বৈঠক করেছেন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরে ভ্যাকসিন নিয়ে যাওয়ার জন্য বৈঠক করেছেন তিনি। সে গত মঙ্গলবার ভারত বায়োটেকের এক্সিকিউটিভ ডিরেক্টর এর সাথে বৈঠক করেন।