প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজধানীতে উচ্চ সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/01/2022   শেষ আপডেট: 25/01/2022 11:31 a.m.
aljazeera

সীমান্তজুড়ে ড্রোনবিরোধী সর্তকতা অবলম্বন সীমান্ত বাহিনীর

৭৩তম প্রজাতন্ত্র দিবসের (73rd Republic Day) প্রাক্কালে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) আইজি ডি কে বুরা (IG D.K.Bura) বলেছেন যে বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং জনগণকে আরও আশ্বস্ত করেছে যে তাদের ভয় পাওয়ার কিছু নেই। সোমবার গণমাধ্যমকে (Mass Media) সম্বোধন করে আইজি বুরা বলেন, "এই সময়ের মধ্যে, প্রায় প্রতিবারই, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির উপর চাপ থাকে। তবে আমরা এখানে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দেশবিরোধীদের ঘৃণ্য পরিকল্পনা ঠেকাতে সর্বদা প্রস্তুত রয়েছি। আইজি বলেছেন যে তারা "ড্রোন বিরোধী মহড়া সহ ব্যাপকভাবে অপারেশন চালাচ্ছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে প্রস্তুত তারা।"

অপরদিকে দিল্লি পুলিশ (Delhi Poice) কোনওরকম সন্ত্রাসী ঘটনা এড়াতে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা গঠন করেছে। প্যারেডে আসা লোকজনের উপর কড়া নজর রাখতে, দিল্লি পুলিশ রাজপথ এবং এর আশেপাশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে কোনও সন্ত্রাসী সন্দেহভাজন বা অপরাধীকে অবিলম্বে শনাক্ত করার জন্য একটি মুখ শনাক্তকরণ সিস্টেম ইনস্টল করা হয়েছে। সিস্টেমটিতে ৫০,০০০ সন্দেহভাজন অপরাধীর একটি ডাটাবেস রয়েছ। প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে সামনে রেখে দিল্লি পুলিশ প্রায় ৩০,০০০ কর্মী মোতায়েন করেছে, যার মধ্যে আধাসামরিক বাহিনীর ৬৫টি কোম্পানি রয়েছে।