রামমন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করলেন গৌতম গম্ভীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/01/2021   শেষ আপডেট: 21/01/2021 9:24 p.m.
গৌতম গম্ভীর twitter@GoutamGambhir

দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুদান নেবে বিজেপি

আজ অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করলেন বিজেপি সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলত। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে গৌতম গম্ভীর রাজনীতিতে আসে। তিনি বিজেপিতে যোগদান করেন এবং নির্বাচনে জিতে পূর্ব দিল্লির সাংসদ হিসাবে নিযুক্ত হন। গৌতম গম্ভীর আজ বলেছেন, "সকল ভারতীয়ের স্বপ্ন রাম মন্দির। অনেক প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে অবশেষে এই মন্দির তৈরি হচ্ছে। আমার বিশ্বাস গোটা দেশে একতা ও প্রশান্তির পথে বড় ভূমিকা নেবে রাম মন্দির। তাই আমার পরিবারের পক্ষ থেকে একটি ছোট অনুদান রইল।"

অন্যদিকে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক কুলজিত চহাল জানিয়েছেন, "দলের পক্ষ থেকে কুপন এর মাধ্যমে অনুদান নেওয়া হবে। ইতিমধ্যেই ১০, ১০০ এবং ১০০০ টাকার কুপন বানানো হয়েছে। সেই কুপন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অনুদান চাওয়া হবে।" এছাড়াও তিনি বলেছেন, "১০০০ টাকার বেশি অনুদান দিতে চাইলে তা চেকের মাধ্যমে দিতে হবে। ১ লা ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করা হবে।"